মৃত্যু যখন আসিবে শিয়রে
ফিরাতে কি তুমি পারিবে তারে?
পারিবেকি তুমি করিতে পলায়ন?
ভেবনা ভেবনা কভু হবেনা এমন।
ওজর অপেক্ষা সহিবেনা আর
চাহিবেনা সেজে অনুমতি তোমার।
লহিবেনা কোন কিছু ঘুষ
সে দিন ভাংবে তব ভুল, আসবে সঠিক হুস।
সময়ের মূল্য বুঝিবে সেদিন করিবে আফসুস।
হায় কোন কাজে লাগবেনা সে আফসুস।
আজই ভাবো সুখের স্বর্গ পেয়ে,
আলো হাসি গানে কাটিয়ে,
জুলুম নাফার মানি করেছো কত নিশি দিন?
এখনই তওবা কর খাঁটি মনে
অশ্রুফেলে ক্ষমা চাও প্রভুর পানে।
না জানি কখন ভুবনে বাজিবে
তোমার বিদায় বিন।
আরো ভাবো কে আছে পাওনা বা হকদার
মিটিয়ে যাও তা হায়াতে তোমার।
দিয়ে থাক যদি কারো মনে ব্যথা,
ক্ষমা চেয়ে নাও আজিকার।
হয়তো হবেনা সুযোগ আর।
এই বুঝি সময় এলো বিদায় নিবার।।