উদরের ঘোর অমানিসা ভেদি
এলাম আলোর ধরায়।
দশ মাস মায়ের রক্ত শুষিয়া
আঘাত করিয়া কলিজায়,
শুকনা মুখেতে ফুটিল হাসি
ভরল মায়ের কোল।
রতন দেখিয়া পরান জুড়ালো
যাতনা কে দিল বোল?
দুগ্ধ চুষাইয়া ক্ষুধা মিটাইছে,
আহার নিদ্রা ত্যাগি।
ও মুখ দেখিয়া নিদ্রা গিয়াছি,
ও মুখ দেখিয়া জাগি।
দু হাত ধরিয়া হাটি হাটি পা,
মুখে শিখাইছে বুলি।
আছার খাইয়া ওয়া ওয়া কাঁদি
চুমু খেত টানি তুলি।
এক, দুই, তিন, অ, আ, ক, খ,
চক স্লিটের লেখা।
ধরার বুকের প্রথম শিক্ষা
মায়ের মুখেতে শেখা।
তিক্ত ব্যাথায় মুখ লুকাইছি
মায়ের আঁচল ছায়।
সুখ আনন্দ তেজিয়া লালিছে
স্নেহ মায়া মমতায়।
রোগ যাতনায় ছটফট করি,
সান্তনা মায়ের বুকে,
শিয়রে বসিয়া সারা নিশি কাঁদে
প্রার্থনা তার মুখে।
এমন মাতাকে বৃদ্ধ বয়েসে
অবহেলা নাহি কর,
প্রভুর খুশির পরে সকলেই
জননীরে খুশি কর।
যাহার লাগিয়া দেখিলাম ধরা,
পেলাম ভবের স্বাদ।
স্বর্গের সুখও লাভ হইবে,
পেলে মায়ের আশির্বাদ।