একটি জিনিস ভাই খুবই সুখময়।
ভেবেছ কি কভু তাই জ্ঞানী মহদয়?
রোগ শোক যত হোক পাবে আসান।
কষ্ট যাতনা সব কিছুর অবসান।
ক্ষুধা পিপাসা সব ক্লান্তি ভোলে।
যাবে যখন তুমি নিদ্রার কোলে।
আরো সুখময় হয় মধুর স্বপনে।
কষ্ট শুধু ভয়াবহ স্বপ্নের ক্ষনে।
বিছানা বালিশ দামি সবই কেনা যায়।
অর্থর বিনিময় ঘুম নাহি পায়।
চিন্তা থাকিলে কারো হয় নারে ঘুম।
রাতরি যতই হোক নিরব নিঝুম,
বিধাতার বিশেষ দানের একটি দান,
আরামের কিছু নেই ঘুমের সমান।