সূর্য যখন অস্ত গেল
আধার আসিল ঘনি।
চারিদিক হতে মুয়াজ্জিনের
কন্ঠে আজান শুনি।
ভেসে আসে ঐ সুমধুর সুর
যেন গো হৃদয় কাড়া।
আল্লাহ নামের ডাক শুনে ঐ
দিকে দিকে জাগে সাড়া।
দুর দুর হতে মুমিনেরা ঐ
মসজিদ পানে চলে।
জামা টুপি পড়ি,ছুটে তরা করি
বেরিয়েছে দলে দলে।
ফেলে শত কাজ, নিয়ে বিরতি
স্বরিতেছে ফাকে ফাকে।
অর্থের মোহে নয়,স্বার্থের টানে নয
সাড়া দেয় বিধাতার ডাকে।
দেখিতে সে ছবি,বাতায়নে দাড়ি
মসজিদ পানে চেয়ে থাকে
ভাবে এ হৃদয়,নারী না হয়ে
হইতো যদি নর।
সকলের মত মসজিদ পানে
ছুটিত জীবন ভর।
লাক্ষো লাক্ষো লোক শির নত করি
একই সাথে স্বরে প্রভু
ইসলাম ছাড়া এমন বাঁধন
দেখেছো কি কেউ কভু?