মাতা পিতা পর কাহার ভক্তি?
বলনা,ভবের পরে?
দিবা নিশি যারা দিয়াছিল শ্রম,
মোদের শিক্ষার ত্বরে।
হোক পিতা মাতা,শত শিক্ষিত
থাকুক উচ্চ হালে।
শিক্ষক ছাড়া কোথা কেউ জ্ঞানী
হয়েছকি কোন কালে?
হাতে খরি হতে করিয়াছে শুরু,
শত জ্ঞান দিল ভরে।
নাহি ভুলি কভু,সেই মহা জনে।
যদিও বা সুয়ে গোরে।
অব মান না কভু নাহি করি তার,
নাহি করি অপমান।
ধ্বংস হইবে জীবন মরন
ধ্বংস দুই জাহান।
শিক্ষকে যে জন করেছে শ্রদ্ধা,
বড় হয়েছে সে আজ।
গুরুর আদব রক্ষা করাই
শিষ্য প্রথম কাজ।
পাদুকা তাহার মাথায় টানিলেও
ক্ষুন্ন হবেনা মান।
জীবন মরনে সদা ভালবাসি,
কামী তাদের কল্যান।
সর্ব বিদিত সর্ব স্বীকৃত
স্বাশ্বত তার মান।
অমূল্য ধন সঞ্চয় করিতে
যাহাদের অবদান।