জেগে ওঠ আল্লাহর দল,
জেগে ওঠ নায়েবে রাসূল,
জাগ ভাই মুসলিম সবে।
দ্বীন নিয়ে বাড়াবাড়ি,
হয়েছে অনেক দেরি,
আর কত ঘুমিয়ে রবে,?
ছেড়ে মতানৈক্য
এসো গড়ি ঐক্য
সোনালি সু দিন যদি চাই।
মিথ্যারা পথ ছেড়ে
পালাবে অনেক দুরে
সময় তো আর বেশি নাই।
ভুলি হিংসা  বিভেদ,
করি শিরক কুফর ছেদ,
হেসে উঠুক দেশ জাতি।
গরিবের পেটে ভাত,
মা বোনের ইজ্জ্বত,
পোহালেই এ আঁধার রাতি।
সবে উঁচু কর শির,
কর ধ্বনি তাকবীর,
তাকাও পিছন ফিরে খোল ইতিহাস।
সেই দ্বীন আজো আছে,
তবে কেন মোরা পিছে?
কুরআন  হাদিছ ছেড়ে হল সর্বনাশ।
মুসলিম শত দলে
বিভক্ত হয়েছে বলে
তাদের নাই আজ কোন অধিকার
আমরা অযগ্য
এলেম হিন অনবিজ্ঞ
জানিনা কার দল সঠিক তোমার।
যারযার পক্ষ ধরে
তারাই গর্ব করে
অপর দলের কথা? আর বলনা,
নবীর সহীহ বানী
তারাই প্রকৃত জ্ঞানী
যে জন করতে পারে নিজ সমালোচনা।
এসো সব দল নেতা
মিলে খুজি সমঝতা
সকল সমস্যার চাই সমাধান।
রাশেদার সেরা যুগ
আবার ফিরে আসুক
জুলুমের অমানিশা হোক অবসান।