ঐ আকাশে ঈদের চাঁদ,
হাসছে জগত জুড়ে।
বেতার জুড়ে ঈদের গান,
বাজছে খুশির সুরে।
আকাশ বাতাস মুখরিত
আনন্দ যায় বয়ে।
আজকে সবার রাত পোহাবে
খুশির বার্তা লয়ে।
আজ শোনা যায় ঈদ মোবারক
সবার মুখে মুখে।
এই শুভ দিন সবার জন্য
কাটুক অতি সুখে।
পথে ঘাটে জনতার স্রোত,
হাসি খুশি ভরা তারা,
রং বেরং এর সাজ পোশাকে,
জাগে নতুন সাড়া।
দিকে দিকে আজ একি কলরল
আতরের সেকি ঘ্রান।
ঈদ গাহে চলে মুসল্লিরা
বুকে মিশে কোটি প্রান।
বাতাসে বাতাসে ছড়ায় আজি
কিসের এত গন্ধ?
ফির্নি পায়েস যর্দা পোলাও
গন্ধ তাহার গন্ধ।
ধনী গরিব সবাই খুশি
নেই কারো আজ নিদ।
বছর ঘুরে নতুন করে
আসল আবার ঈদ।