আজ প্রতিক্ষনে যারে
মনে পড়ে বারে বারে
হৃদয় সাগরে ঢেউ খেলে উথাল পাতাল।
বছরের কাটা ঘুরে এলো
আজ বারই রবিউল আউয়াল।


কম্পন উঠিল পাহাড় পর্বতে
কম্পিত হলো গৃহ কাবা,
কোটি ফেরেস্তা জয়ধ্বনী তুলে
খোশ আমদেদ মারহাবা।
গ্রহ নক্ষএ অপেক্ষমান
বিশ্ব নবীর শুভাগমন
অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে
উদিত হইল নব সকাল
আজ বারই রবিউল আউয়াল।


যত পশু পাখিকুল করে কলোরব
ভুবন ভরিয়া আজি মহা উৎসব
খুলিল আট বেহেস্ত আর
সপ্ত আসমানের দুয়ার।
আকাশ বাতাস মুখরিত করে
মায়ের কোলে দোলে আমিনার দুলাল
আজ বারই রবিউল আউয়াল।


পারস্য সিংহাসন উপড়ে পড়ে
অগ্নি কুন্ড নিভিয়া যায়
তিনশত ষাট কাবার মূর্তি
লুটায় প্রভুর সিজদায়।
জান্নাতী সব হুর হেরেম
মা আমিনায় করে সালাম
বেহেশ্তি সেই খুশবু আতর
দেয় পবিত্র মহা মহিম
পাক নুরেরই ঝলকানিতে
সিরিয়া প্রসাদ হলো আলোক উজ্জ্বল
আজ বারই রবিউল আউয়াল।


চির সত্য ও চির শান্তির দূত
অসভ্য যালিম হল নাস্তানা বুদ
আঁধার দুহাতে ঠেলে
আলোর প্রদিপ জেলে
ছড়ালে বিশ্ব জুড়ে ইসলামের জাল
আজ বারই রবিউল আউয়াল।


স্বয়ং স্রষ্টা জপে তব পাকনাম
তামাম বিশ্ব পাঠে দুরুদ সালাম,
রহমতেরি শুধা নিয়ে
মুক্তির পয়গাম নিয়ে
ধুলির ধরায় এলো মরুর দুলাল
আজ বারই রবিউল আউয়াল।


শুনিনি,দেখিনি তোমায় ওগো নবী
ইতিহাস খুলে পাই তোমার ছবি
তাই এ হৃদয় ঝাঞ্জারা
কেঁদে কেঁদে আজি হয় সারা
তোমার সুখেতে মন
সুখি হয় সারাক্ষন
দু:খেতে অশ্রু ঝড়ে বাহিয়া দুগাল
আজ বারই রবিউল আউয়াল।