ঘরে আছে মিনি সোনা দেখতে সাদা কালো
ছোট, বড় সবাই তাকে বাসে ভিষন ভালো
এক,দুই নং টয়লেটে তার,মাছের মুড়ো খায়
চুরি করে তারা খেলে অমনি কাছে আয়
মারতে গেলেও কেন যেন যায়না তাকে মারা
ডাকলে মিনি যেথায় থাকুক মিউ বলে দেয় সাড়া।
বাসা ছেড়ে মিনি কভু দুরে কোথাও গেলে
বাইরে এসে মিউ মিউ গেট লাগানো পেলে।
যখন আমি যেথায় যাই উনি থাকে পিছে
আদর পেলে লেজ নাড়ে আর ঘুমায় পায়ের কাছে
খোকা খুকু কোলে কাখে পুষে নিষি দিন
কাটেনা দিবস যেন মিনি সোনা হিন।