স্মৃতিময় নানাবাড়ি 10


শত স্মৃতি বিজড়িত নানা বাড়ি
আজ যেন জাদুঘর
মনে যদি চায়,কেউ যিয়ারতে যায়
সুদির্ঘ বছর পর
অবস্থানকাল হয় ঘন্টা খানেক
অথবা তার চেয়েও কম
যেথায় চলতো অতিথি আপ্যায়ন
রান্না খাওয়া, ধুমধাম হরদম
ঘর কাছারিতে অসংকুলন, দোতালাও
যেত কানায় কানায় ভরে
দেখে মনে হতো ঢাকাতে যাচ্ছি
লঞ্চের ডেকে চড়ে
কত বিয়ে-শাদী কত জন্ম-মৃত্যু
এত আয়োজন যার
জরাজীর্ণ হালে ঘরবাড়ি আজও
সাক্ষী দিচ্ছে তার
আসতে-যেতে বাঁশ বাঁধা চার নড়বড়ে
পেরুতাম সেই কালে
আজ কিসে তার হয় পারাপার
না জানি ভরেছে খালে
শত মনে চায় তবুও যে যাওয়া
হয় না রে কতো কাল
শুধু ছবি দেখে যায় কি গো লেখা
সে সব করুন হাল?
জানা নাই কবে ফের যাওয়া হবে
স্মৃতিময় নানাবাড়ি
বড় সাধ জাগে নানু নানাজি রে সালাম
দিতে সমাধির পাশে দাড়ি।