ঝাউয়ের শাখে জোছনা নামে,
জোছনা নামে ঝিলের জলে
জোছনা নেমে আঁধার সরায়
আলো ছড়ায় গগন তলে।
জোছনা ধোঁয়ায় মনের কালো
শিশির ধোয়া পাতার মতো
জোছনা পেয়ে হাসছে সাগর
উর্মি মালা নদীর যত।
জোছনা নামে পথ ঘাট মাঠ
দুর্বা ঘাসে রোদেল রূপে
জোছনা ধরায় ডায়েরি কলম
মনের পাতায় চুপে চুপে
জোছনা যেনো আলো হারায়
শহুরে রঙ্গিন বাতির কাছে
জেলে চাষি মুটে মাঝি
জোছনা নিয়েই বেঁচে আছে।