পলাশ, তোমার আগুন রাঙানো রূপে
আজও জ্বলছে কত যুবতীর প্রাণ৷
তোমাকে পাবার আশায়
এলোকেশী দ্রৌপদীরা কতজন......
কিন্তু তোমার রূপ ছাড়া আর আছে কী?
ভুল কি কিছু বলেছিল ঋষি চাণক্য?
তবু তার প্রতিশোধ নিতেই তুমি
পলাশীর বুকে তৃষ্ণা জাগিয়ে,
একশো-নব্বই বছর ঘানি টানালে৷
ইমানচ্যুত হল কত কোটি মানুষ৷
বলতে পারো, আর কতদিন
মানুষের সম্মান নিয়ে খেলবে তুমি??