মনে পড়ে তাকে এবেলা ওবেলা,
প্রতিটি কাজের ফাঁকে;
মনে পড়ে তাকে চলতে চলতে,
নতুন পথের বাঁকে৷
জমে আছে তার স্মৃতির পাথার,
হৃদ্-জগতের মাঝে;
সে যে আসে তাই মনেতে আমার,
সকাল দুপুর সাঁঝে৷
তার সুখে দুঃখে আজো হাসি কাঁদি,
সে-ই তো মনের ভিত;
আর কেউ নয় সে হল আমার
পেরিয়ে আসা অতীত৷৷