তোমাকে পাবার আর ইচ্ছে হয়না
পাশে রেখে গল্প করার
জোৎস্নার রাত্রিতে একসাথে হাঁটার
নির্জনে সংস্পর্শ- একে-অপরে মিলিয়ে যাওয়ার
স্মৃতিগুলো ভুলতে চাই-।


হয়তো কিছু অতীত ভুলে থাকা যায় না
কিছু স্পর্শ, কিছু অনুভূতি
আবেগ হয়ে অস্থিরতায়
ভেঙে চুরমার করে দেবে
দগ্ধ হবে হৃদয়ের সমস্ত সুখ।


তোমাকে পাবার ইচ্ছে থাকলেও
সময়ের পালাবদলে সে ইচ্ছে থাকতে নেই,
সংসার ভেঙে অনিশ্চয়তার জীবনে
নিয়ে আসবার অভিপ্রায় নেই।


যবে বক্ষের বাঁধভাঙা যন্ত্রণাগুলো
থামাতে পারবো না-
ঠিক তখনি জানবার আগ্রহ
'কেমন আছো?'


বিরক্ত-রাগে ব্লক করে দেবে !
অতঃপর দীর্ঘশ্বাসের
পরম তৃপ্তি
মম সমস্ত সত্তা জুড়ে করবে বিচরণ।


এখন আর রাত জেগে কাঁদিনা
আঘাতে ভেঙে যাইনা,
হারানোর শঙ্কা নেই
নেই কোন শুন্যতা।


কেমন আছো
নিয়মের বেড়াজালে?
পূর্ণতার মাঝে কিছু একটা হারিয়েছো
একদিন উপলব্ধি হবেই।


তোমাকে পাবার ইচ্ছে না হলেও
মাঝে মাঝে স্মরণ করবো-
কতটা সুখে আছো
কেমন আছো?


তোমাকে নিয়ে সুখের চিন্তা
ভেস্তে গেছে,
তব সুখে থাকা দেখাতেই
যন্ত্রণার উদগীরিত লাভা দমিয়ে রাখতে পারবো।


নিজের খামখেয়ালিতে যে সম্পর্ক গড়েছো
সেখানে নসীবের ওপর দায় চাপানোর কিছু নেই,
অতীতকে ভুলে গিয়ে ঘৃণাভরে থেকে যাও
তবুও চিরকাল বিনা স্বার্থে ভালোবেসে যাবো।