কবিতা কী?
একটি বিষয়ের ওপর ভাবের পূর্ণ প্রকাশই;
ছন্দ মিলিয়ে রাখলেই কবিতা হয়ে যায় না।
কবিতা কি?
শুধু অশ্লীল শব্দের বাকপটুতা নয়
কিংবা নারীর ব্যাথাপ্রতিম হয়ে
নারীকেই অসন্মান করা নয়।
কবিতা আসলে?
সব পুরুষকে এক কাতারে দাঁড় করিয়ে
প্রতারক ভাবাও নয়।
কবিতা তো?
প্রকৃতির বর্ণনা করতে গিয়ে
ভাবের বিচ্যুতি করা নয়।
কবিতা তাই?
বিশুদ্ধ চেতনার
শুদ্ধ আত্মার
মননে সৃজনশীল এবং
বাস্তবতার নিঁখুত উপস্থাপন।
কবিতা আর?
শব্দের গাঁথুনিতে পাঠ মুগ্ধতা
অলংকরণ; স্বর্ণ খচিত বিবেচনা।