কবিতায় যদি তোমাকে নিয়ে না আসি
তুমি নারী না।
তোমার প্রকৃতি, আবেগ, লজ্জা এবং
আদল, রূপ-অবয়ব
প্রত্যেকটি বাপ্যারে তীক্ষ্ণ দৃষ্টি রাখি।
বারবার কবিতায় আনি; কাছে চাই
তোমার তৃপ্তি লেহন করে
মিশে একাকার হই
কল্পনায় আসো- পরিপূর্ণ নারী বলে-ই।
চোখে ঘোর এসে থমকে যায়,
আবেগের পর্যায়- ।
বর্ণনায় তুমি
পুরুষত্বে তোমায় দুহাত মেলে চাই বলে
তোমার নারীত্ব এবং একমাত্র স্বার্থকথা।