বারোটি বছর ধরে...
তোমাকে অতি কাছে পাবার ব্যকুলতায় কেঁটেছে
প্রতিক্ষণ অবশ্য নিকটে থেকেছি,
তাই সময়ে-অসময়ে সামান্য চাওয়াটাকেও গুরুত্ব দিয়েছি।
বারোটি বছর ধরে উন্নতীর প্রচেষ্টায় অতিবাহিত করেছি,
তারপরও মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি।
যেদিন লাল শাড়ি, পায়ে আলতা পরে কেঁদেছিলে;
সেদিন পালিয়ে গিয়েছিলাম-
কোন পকেটে একটি টাকাও ছিল না,
পরিচিত এক দোকান হতে এক প্যাকেট সিগারেট আর
কয়েকটা চুইংগামকে সাথের সম্বল করে নিয়েছিলাম।
ট্রেনের অপেক্ষায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চিন্তা করছি,
ট্রেনের পেছনের কপাটে ঝাঁপ দিয়ে আঁকরে ধরে
ঢাকায় যাওয়া যায় কিনা !
প্রচন্ড কষ্ট হচ্ছিল; তোমাকে হারিয়ে ফেলার ভয়ে,
তবুও সকল যন্ত্রণাকে উপেক্ষা করে
তব সুখই কামনা করেছিলাম।
ভাবছিলাম, তোমাকে ভালবাসা দিয়ে সুখে রাখতে পারবো !
কিন্তু সুখে রেখে ভালবাসা দিতে পারবো কিনা !
তুমিই বলো, যদি তোমায় সবথেকে বেশী ভাল না বাসতাম
তাহলে কী পালিয়ে আসতে পারতাম ?
বারোটি বছর ধরে যে স্মৃতিগুলো সৃষ্টি করেছি
তার কিবা মূল্য হতো ?
কানাকড়িও না !
সুখে দেখাটাই ছিল যথার্থতা, তাই ভাবছি নিজেকে সুবোধ
কিন্তু হঠাৎ একদিন এসে বলেছিলে আমায় নির্বোধ !