ভালোবেসে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে
অবহেলার পাত্র হবার কি প্রয়োজন?
আবেগের উচ্ছাস সংযত করতে
না পারাটাকে কি অনধিকার চর্চা বলো !
যদি কোনদিন হৃদয় কি সেটা বুঝতে পারো
জানি, ফিরে আসার প্রাণান্ত প্রচেষ্টা করবেই।
না করলেও সেটা ভিন্নতার
মানসিক রোগী হয়েই থাকো
তাতে আমার কী?
কাছের মানুষ হিসেবে ভালোবেসেছি, এটাই যথেষ্ট।  
অত রূপ দিয়ে লাভ কি?
যে রূপ হয় প্রয়োজনের মাধ্যম মাত্র।
যেখানে পবিত্রতা বিনষ্ট হয়;
সেখানে প্রশান্তি থাকতে পারেনা।
হৃদয়ের আকার-আকৃতি আছে, অনুভূতি আছে
হৃদয়ের ওজন নেই; তবে প্রচন্ড চাপ দেবার
ভীষণ রকম ক্ষমতা আছে তার।
প্রচন্ড অনুভব করি তোমার সত্ত্বা এবং
অভিমান ও অনুরাগের বিষয়গুলো-।
বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে
মোড়কের ভেতরেও সমতা থাকাই স্বার্থকতা।
রূপের আত্ম-অহমিকায় নিজেকে ভাসিয়ে
ভালোলাগা পরিবর্তনের খেলা কখনো সুখকর নয়।