বাঘ রক্ত চেটে যাচ্ছে ?
কেউ দেখছে না,
দেখলেও করার কিছু নেই
প্রচ্ছন্ন চোখে আমার হা-হুতাশ.
ব্যাঘ্রতার প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি না-
তবে তো বাঘ নয়,
প্রেম ও কামনা !
আমার রক্ত চেটে খাচ্ছে,
মোহ, উত্তেজনার বদরক্ত
আঘাত দিয়ে অনাকাংখিত ভুলেরও
শোধ নিচ্ছে, প্রচ্ছন্ন চুরী ?
টলমল চোখে ক্রোধের হুতাশন
জ্বেলেছে, এবার সে চিতায় হোক মোচন
যত দেবে চন্দনের কাঠ
অস্তিত্ব মিশে যাবে
বলবে আত্মা, প্রিয়তমা সুখী হও
ভালবেসে পাওয়াটা অতীব জরুরী নয়
তোমাকে সুখে দেখাটাই স্বস্থির বিষয়.