মেঘ ছোঁব বলে নীলগিরি পাহাড়ে দাঁড়িয়ে
ভাবছি, দুহাতে সরিয়ে নীলিমা ভেদ করে গগণ দেবো ছুঁয়ে।
জীবনের মাঝে এক সমস্যা সমাধান করতেই
আরেক সমস্যা এসে ভিড়েই।
মুক্তি চাই- নিজের চাহিদা গুলোর তাড়না থেকে
আশাহীন মানুষ হয়ে একবার বাঁচতে চাই তোমায় দেখে।
সমস্ত কল্পনা ঘিরে যদি সন্ধান করি অদৃশ্যের দৃশ্যমানতা
হবেনা আলো-আঁধারের সমতা।
হাতে নিলে আর চোখে দেখলেই যা মেপে নিই
উড়ন্ত মেঘের ওপারে মহাশুন্যের অস্তিত্ব অন্বেষণ করি তাই।
জীবনে সমস্যার পর সমস্যা নেই
সমাধানের পর সমাধান নেই,
একের পর এক স্থান বদল করে
মানবের ভাগ্যে ঘুরেফিরে-।
সুযোগ এবং নসীবের মেলবন্ধনের আকারে
স্পৃহা; কর্মতৎপরতার কম-বেশীই জীবনকে বাঁধাগ্রস্ত ও সাবলীল করে।