আর নাইবা হলো দেখা,নাইবা হল দু'চোখে চোখ রাখা,
মনে রেখ তোমাতে মোর হৃদয় খানি মাখা।


ছল করে ভুলে যাবার তরে,না হয় ক্ষণকাল থেকো তুমি দূরে,
তবুও জানি আসবে তুমি ফিরে,সন্ধ্যা হলে পাখি যেমন ফেরে আপন নীড়ে।


সূর্য যখন পশ্চিমেতে পরবে গিয়ে ঢলে,      সন্ধ্যা তারা উঠবে যখন জ্বলে,
তখন কি আর থাকবে মোরে ভুলে!
আকাশ প্রাণে চায়বে তুমি নয়ন দ'টি মেলে।


দেখবে তুমি তারার পাশে চাঁদ মাখা ঐ মুখ,
হৃদয় কোণে লাগবে তখন একটু খানি সুখ।


হয়তো তখন থাকব আমি তোমার থেকে দূরে,
তবুও তুমি থাকবে আমার হৃদয় খানি জুড়ে।


ডাকলে পরে আসবো নাতো কোন দিনও ফিরে,
বলছি আমি সত্যি কথা এটাই দিলাম কিড়ে।।