সেদিন নিঝুম বর্ষা ধারা গিলে খেয়েছিল আমার অশ্রুর রঙ
সেদিনই আমি আমাকে ভাঙার শপথ নিলাম।
কবিতা থেকে নির্বাসন দিলাম কিছু বর্ণের ঝাক,
সেদিন আমাদের বিচ্ছেদের দিন।
নিয়ন বাতি বদলে দেয় খালি রিকশার ছায়া
ব্যস্ত ঠোঁটের আগায় ভাস্কর্য ঝলমল
ফুসফুস জোড়া ইঁটের ভাটা, ক্যালেন্ডারের পাতায় দাগ কাটা আমার সুখের দিন।
সাদাকালো মিটমিটে গ্রহদের রাজত্বে
অসীম হতে থাকে আমার সংখ্যাজ্ঞান,
সেদিন সব নক্ষত্রের গ্রহণ লেগেছিল
দুমড়ে মুচড়ে গিয়েছিল দিন রাতের ফারাক।
নিঝুম বর্ষা ধারা গিলে খেয়েছিল আমার আবেগ আশা,
সেদিনই আমি পুনর্জীবনে বিশ্বাসী হলাম।