বৃদ্ধ বসন্তদিন কিংবা মুমূর্ষু মেঘের ভিড়ে
লুকোচুরি গল্পের নায়ক শব্দটা খুব বেমানান।
তবু আমি পথ ভেঙেছি, প্রতিদিন, প্রতিরাতে
নিশ্বাস ফুঁকে মিছিলে নেমেছি উদাম হাওয়ায়।
আজ আমার ভালো থাকার এক "শতবছর"
পূর্ণ হওয়ার বায়না ছিলো।
সৌভাগ্যে নামজারির ইতিহাস আমায় মনে রাখেনি।
তবু আমি মুকুলে মুকুলে ভবিষ্যতের গুল্প শুকি
কবিতার নামে শব্দের পাহাড় ভাঙার সাহস করি
উল্কার আঘাত উপেক্ষা করে আমি মহাকালের গুহায়
দেয়ালে দেয়ালে লিখে রাখি কতটা ভালো থাকা যায়।
অথচ রাস্তার নেড়ি কুকুর থেকে নিঃসঙ্গ এই নক্ষত্রও জানে,
আমি ভালো নেই।