আমি কাউকে বলবো না,
আমার গানের কথায় বৃষ্টি থাকার কারণ।
গভীর রাতে আমার কেন কান্না করা বারণ!
ভয় পেয়েও কেন আমি সাহস নিয়ে থাকি,
জোছনা রাতে আমি কেন মুখ লুকিয়ে রাখি!
বলবো না, আমি কাউকে বলবো না,
মুগ্ধ চোখে যখন তুমি ফিরতে আমায় চেয়ে
কেনই আমি অবুঝ সেজে খেলতাম হাসি নিয়ে!
রইলো কেন আমার সুরের ষোলো আনাই ফাকা
কণ্ঠে আমার কার কারণে এতো দুঃখ মাখা!
তোমার দেওয়া সুখের স্মৃতি যত্নে আছে কোথায়!
কোন ফ্রেমে, কোন তুলিতে, অংকিত কোন ব্যথায়!
হাজার রাতের আহাজারি, প্রলাপ অশ্রু, হায়
সেই কথা, প্রাণের সেই গোপন ব্যথা, সে কি বলা যায়!