কোনো রাস্তার আঙিনায় আমি দুরন্ত হেটে যাই
ব্যস্ত জানালায় আমি বারবার ফিরে চাই
কোনো পরিচিত মুখ আমি খুঁজি না
এইসব মায়ার সংজ্ঞা আমি বুঝিনা
আমি বাস্তুহারা নির্ভীক পথশিশু
আমার বলতে "আমি" ছাড়া নাইতো আমার কিছু
ব্যথাতুর জীবন আর প্রেমের কবিতা নয়
ক্ষুধার রাজ্যে আজ পৃথিবী গদ্যময়
বুকজোড়া জমে হাজার কথা
মাটিতে নামুক আজ ক্ষুধার খোদা।