শুভ্র ঊষায় উদীপ্ত শিশির
অট্ট হাসে ম্লান হয়ে!
মৃদু বাতাসে নড়ে ব্যথা
অজানা স্বপ্ন খোয়ালো পাঁজর,
মরুর বুকে আগাছাহীন কবর।
ভেসে আসে দীর্ঘশ্বাস
কত হিসেব রইল বাকি
শত মাইল হয়নি হাঁটা
কঙ্কাল পেয়েছে স্বস্তি-
নর হতে মিলেছে মুক্তি।
দুপুরে সাদা মেঘ
রাতে সোনালি তারা
দিগ্বিজয়ে আসক্ত সব-
শৈশব চাইতো না কেউ
তলিয়ে নিল বার্ধক্যের ঢেউ।
অর্জনে জমে ধূলা
নাড়ির টান হয় তুচ্ছ
ছুটে মোহ, নব ঐতিহ্য-
আঁধার খুঁজেছে দীপ্তি,
তবে মেলেনি আত্ম-পলব্ধি!