আজ, ভাবিনু তোমায় চিত্তে মম,
                           হেরিনু তোমায় স্মরনে,
পরশ তোমার  দিও গো সেদিন,
                          যাইবো যেদিন মরনে।
ধরায় তোমায় নাই যদি পাই,
                           ও পারেও আমি বসে রব,
তবু, তোমার প্রেমের অমৃত ছুঁয়ে,
                            মরেও আমি অমর হব।
আমার হিয়ায় বিরাজিছ তুমি
                            অহরহ অবিরাম,
অভিমানী মোর প্রভূ বলে কেন
                           তাঁর স্থানে তব নাম?
আমি বলি, মোরে ক্ষমা করো প্রভূ!
                             তুমি তো সর্বপরি।
সে তো প্রভূ মোর হদয়ের রানী
                              শিয়রে তোমারে ধরি।
বর দাও, তারে চিরদিন হৃদে
                            রাখিতে যেন গো পারি,
সে চলে গেলে রবে না এ শির-
                             কোথায় রবেন হরি!