তোমার বুকে এতো আগুন-
জ্বলছে যুগান্ত থেকে,
উত্তাপে জর্জরিত ফাগুন-
বলছে সে থেকে থেকে।
হারিয়ে গেছে স্নিগ্ধতা-
শান্ত সে অনুভূতি,
চারিদিকে মলিনতা
হতাশা ভরা আকুতি।
শতছিন্ন জীর্ণ ধরা-
অষ্টপ্রহর ক্রন্দন লীলা,
যৌব্ন যেথা আত্মহারা-
মানবতায় মলীন ধূলা।
দিশেহারা, বিপথগামী,
ঘৃনা-হিংসা-ভেদাভেদ,
ইতি টানো অন্তর্যামী,
পড়ুক এবার পূর্ণচ্ছেদ।