এসো বসন্ত, এসো অনন্ত,
এসো চির মন লোভা...
এসো দুরন্ত, এসো হে শান্ত,
এসো মধুবন শোভা ।
এসো ডালে-ডালে, এসো ফুলে-ফুলে,
প্রকৃতিরে দাও সাজায়ে...
এসো দুলে-দুলে, এসো স্থলে-জলে,
চিত্তেরে দাও ভাসায়ে ।
এসো  গৌরবে, ভর সৌরভে
দাও অনন্তে ছড়ায়ে ...
পোহালো যখনি, এ শীত রজনী,
এলে যে দু হাত বাড়ায়ে।
এসো রিতুরাজ, লয়ে নব সাজ
চিত্ত ব্যকুল ফাগুনে ...
অশোক, পলাশ, শিমূলের ফুল,
ফোটাও কানন আঙনে।
কানন ভিতরে, এসো চিরত্বরে,
হবে অলিফুলে আলাপণ,
এসো দ্রুতগামী, পঞ্চ রিতু স্বামী,
স্বীকার কর এ নিমন্ত্রন।
......................................................