হার মেনে যায় উজাড় করে দেয়া ভালোবাসা!
ধূলি জমে স্বপ্নের উপর।
কেঁপে উঠে মগজটা,
কাঁপুনি দিয়ে জ্বর আসতে চায়
তীব্র ব্যথায় বুক ভেঙ্গে আসে
চোখ ভিজে আসতে চায়।
হাতের মুঠো শক্ত হয়ে আসে,
একরাতে দৃশ্যপট বদলে দিতে ইচ্ছে হয়-
তারপর?
তারপর...
ক্ষীণ হয়ে আসে শক্তি
চোখ বুজে যায়,
হয়তো গড়িয়ে পড়ে দু'চোখ থেকে সহস্রাধিক ফোঁটা অশ্রু;
ক্লান্তি এসে ভর করে অকারণ।
প্রেমিকারা না বলে চলে যায়,
রোজ শুক্রবার,বাদ মাগরিব-
হঠাৎ উদ্ভূত হাত দু'টি ধরে
নীল দিগন্ত পানে,
দৃষ্টিসীমা ছাড়িয়ে।