ধর্ম অমানবিক নয়,
ভগবান আদৌ আছেন কিনা,
স্বাভাবিক খুবই সে সংশয়,
যুক্তি ফেলতেও পারছিনা!


প্রকৃতি যখন প্রাচীন কালে,
অবিরল বর্ষণতৎপর,
স্বাভাবিক তখন বানের জলে
ডুবত গুহামানবের ঘর!


তাছাড়া অবাক যারা আদিম,
তাকিয়ে দেখত বেঁচে থাকা,
হঠাৎই স্তব্ধ, দেহও হিম,
প্রাণ নেই, কাঠামোটুকু রাখা!


এরপর আগুন যাহার আলো,
খুব শীতে তপ্ত হত দেহ,
উদাসীন দাহতে পোড়ালো,
গলিয়ে শরীরভর্তি স্নেহ!


তাহলে কার ক্ষমতা এত?
বেঁচে থাকা কিভাবে সম্ভব?
শিখল মানুষ হয়ে নত,
ধর্মের প্রয়োজনীয় স্তব।


আর আজ সবাই ভীষণ ভীত,
ভয় থেকে জন্ম যা, তার ভয়ে!
ইশ্বর হবেন কি খুব প্রীত?
মানবিক মূল্যবোধের ক্ষয়ে?