পকেটে প্রচুর পয়সা আছে,
ঘরে মজুত খাদ্য শেষ!
বন্ধ ডেকেছে বিরোধী পার্টি,
অন্ধ রাজার বন্ধ দেশ।
আজকাল আর সাম্যবাদে,
পেট ভরানো যাচ্ছেনা....
           বিড়ম্বনা!
নোটের কাগজে চুরোট বানিয়ে,
আরামে ফুঁকছে মালিক হুজুর।
আগুনে পোয়াবে উত্তাপ ভেবে,
ঠকঠক শীতে কাঁপছে মজুর!
উদয়াস্ত উদোম খেটে,
ওভারটাইম পাচ্ছে না....
           বিড়ম্বনা!
মালকড়ি দিয়ে ডিগ্রি হাসিল,
তবুও হচ্ছে চাকরি নট!
বিদ্যাস্থানে হিং টিং আর,
পরবে ছুটি দিচ্ছে ছট।
এভাবে চললে খুব স্বাভাবিক,
ফলাফল বিড়ম্বনায়....
          বিলম্ব ন্যায়!
------------------------------