কন্ঠে আমার মদিরতার টান,
অন্য বেলায়
অচিন খেলায়
নিত্য মাতাল দুচোখ বুঁজেই সজল অভিমান।
রুদ্ধ দ্বারে নাড়ছে কড়া ভীম,
সাঁঝের প্রদীপ
সানাই সাজে
ধূপের ঘোরে অমানিষা;লাগছে ভীষন হীম।
প্রিয় হওয়ার বায়না সঙ্গোপনে
কান্না মাতাল
হাসিও মাতাল
ঘোরের মাঝে অঘোর দেখায় নিত্য আপনজনে।