মাঝরাতে শব্দেরা কড়া নাড়ে ঠোঁটের দরজায়,
তবুও কি যেনো এক অজানা আক্ষেপে
চুপটি করে পড়ে থাকা!
কঙ্কালসার এ হৃদয়ের জানালায় উঁকি মারা সে চোখ,
আজ ভুলে গেছে জ্যোস্নার খবর।
তার সহসাই চমকে ওঠা হয়না আর;করেনা হাহাকার,
বলেনা ঘোরের অমোঘ চোখে-
কাজলেরা আজো বেঁচে আছে; তোমার চোখের নিবিড় মমতায়,
যেখানটাতে সিঁদূর মেঘের বিসর্জন হয়েছিলো কোন এক বর্ষাপ্রাতে।
ক জোড়া আক্ষেপেই তাই আজ সম্বল করে-
হেঁটে চলা দিবারাত্রির ক্লান্ত মেঠো পথে।।