কী হৃদয় কী উনুন -
শ্মশান চিতা কী'বা গিরির জ্বালামুখ
পারঙ্গম সেই সে আগুন
দহন নেশায় যেন থাকে সদা উন্মুখ।


যেমন জলৌকা মুখে নুন -
হোক সে আগ্রাসী যত ধরুক ক্ষমতা প্রবল
এমনই জলের প্রভাব গুণ
নিবিড় বরিষণে দাবানলও হয় সে শীতল।


তাপিত হৃদে তুষের আগুন
অন্তর্দাহে পোড়ে নিগূঢ় দাহন আঁচে
লেলিহান শিখায় তাতানো শরান্ধ তুণ
মনের দাওয়াই বিনে জল ঢালা মিছে।


মন সাগরের অতল জঠরে
যেই আঁখিতারা পায় না কখনো আলো
কী করে সে বোঝে প্রবালের মুখে 
কোন জাদুবলে হাসি কে ফোটালো?