আস্থা রেখো তুমি - আমার দেখা স্বপ্ন সংলাপে
আস্থা রেখো - পড়ন্ত বিকেলের পূর্ণ প্রতিচ্ছায়ায়
তির্যক মোহাবিষ্টে।
আস্থা রেখো মলয়মুগ্ধতার আশ্বাসে
যেমন আস্থা রেখেছিলেন তিনি
তাল-তমালের ছায়া আর শ্রাবস্তীর কারুকার্যে !


অপলক যামিনী ঢাকে শুভ্র চন্দ্রালোকে -
আমি ঠিক পড়ে নিয়েছি;
ঘাসের ডগায় ঝলমলে হীরের দ্যুতি
প্রজাপতি আলপনায় আঁকা তোমার আকুতি
স্থান ও স্থপতির কারুময় নকশা
তোমার মুখের জ্যামিতিক ভাষা!


নিশ্চয় দেখবে আমায় গিরিধারার হিমশিখরে
প্রশান্ত চোখ মেলে; দেখছি তোমার পৃথিবী
বাস্তবতার ফেনিল স্বেদপুঞ্জে ভেসে যাওয়া
আকাঙ্ক্ষার দুরাশা মণ্ডল!
আমি মেঘ হয়ে নেমে এলে শাদ্বলভূমে তখন
বিছিয়ে দিয়ো তোমার স্নেহের আঁচলখানি!
- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
🔯 কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৩০) কাব্যগ্রন্থে প্রকাশিত।