ফনির মাথার মণির আঁচে
ননী গলায় মাঝ দুপুর
স্তব্ধ বিকেল রুদ্ধ অতীত
অপ্রেমবিদ্ধ চিত্তপুর।


রাতের নেউল লেজ তুলে চায়,
রাম বিষাণের ডান পাশে
আউল বাউল হরেক কথায়
কাব্য কথায় বোল আসে।


টুকরো ছবির টুকরো খবর
জীবনকাব্যের ওই ভাঁজে!
দণ্ড পল আর অনুপলের
কতই ছবি তার মাঝে।


যখন সময় ঘনিষ্ঠ হয়
আবছা দৃষ্টি যায় বেঁকে
কবির কলম আঙুল খোঁজে
রাখতে ধরে দৃষ্টিকে।


সবাই দেখো ব্যস্ত বাগিস
মন জুড়ে তাই আর্তনাদ
কাব্যগিরির খাদে খুঁজে
সুখ-বেদনার ছিরি ছাঁদ।