ভালোবাসার পিঠে আছে বেদনার বাস
ভালোবাসা মিঠে করে দহনের বাতাস।
আছে মোহ চাই ত্যাগ, পাওয়ার আশা
ত্যাগ বিনে ভালোবাসা হয় না খাসা।


সুখের ভালোবাসা সে তো দাস-খত মাত্র।
বেদনার বাতাস পেলে পল্লবও ছাড়ে পত্র।
বেদনা ছাড়া পূর্ণতা পায় না যে আশা
এরই নাম খাসা-প্রেম, প্রীতি ভালোবাসা।


কড়ি ঢেলে ‘ভাল বাসা’ মিলে ঢের বেশি
সে কড়িতে হয় না সুখ, ভালোবাসা খুশি।
বিনি প্রেমে ‘ভাল বাসা’ নয় সুখের বাড়ি
‘ভাল বাসা’ও নীড় হয় পেলে প্রেম বারি।


যে আনন কুঞ্চিত বেদনার দীর্ঘঃশ্বাসে
সে ঠোঁটেই জাগে সুখ প্রীতির পরশে।
বেদনা কী মধুর হয় সে ই তা জানে
যে বুকে ধরে প্রেমমধু, ভালোবাসা প্রাণে।


প্রেম বিনে ভালোবাসায় লাগে যে গ্রহণ
ভালোবাসা পোড়ায় মন - সুখের দহন।