আমি বেপথু পথিক এক
তোমাদের বাগানে ঘটেছে অনুপ্রবেশ
কুসুম পরাগ গায় মেখে মেখে তাই
ধরেছি বিষম এক বিচিত্র বেশ!


আদব-কেতা জানি না কিছুই
বুঝি না হাওয়া ঈশান কি নৈর্ঋতের
হয় যদি ভুল কিছু করিও ক্ষমা
শিখিয়ে নিয়ো কেতা - চলতি রীতের।


কোনটা যে ঠিক কোনটা বেঠিক
সময় হাওয়ায় ঠাহর করা দায়
তপ্ত দাহের চৈতী বায়েও শ্রাবণ যদি কাঁদে
ময়ূর পুচ্ছে কাক কুঞ্জে ডেকে যায়!


রঙ-তামাশার ভুবন চরায়
করতে এসে ক্ষণিক-পলের বিচরণ।
দিবস-রাতের পাই না তো ভেদ
অভিনয়ের সূত্র খুঁজি রাঙাতে জীবন।


অদূরে দাঁড়িয়ে হাসে দেখ যমদূত;
ভুলেছ মৃত্যুকে! সে তো নয় বেশি দূর,
মুখে বলা ধর্ম কথা কি অন্তর তক পশে
মরণভীতি থাকলে চিতে আর কে হয় অসুর?