দেখছ কী বন্ধু অবাক চোখে,
কী বা বাকি আছে দেখিবার?
কনক জীবন দিয়েছি পাড়ি,
এখন বসে আছি বুকে পারাবার।


যখন সময় দহনে নিদাঘ
প্রেত পিশাচের পাতকী
হন্যে হয়ে খুঁজে পেলাম
কুয়োর দিশা ডুব দিবার।
কনক জীবন দিয়েছি পাড়ি,
এখন বসে আছি বুকে পারাবার।


নিয়তি যখন ক্রুর হাসি হেসে
ভালোবেসে মোরে জড়াতে চায়
একটু আড়াল যাচনা করেছি
আঁধার বিবরে লুকোবার।
কনক জীবন দিয়েছি পাড়ি,
এখন বসে আছি বুকে পারাবার।


যে নিদাঘ হৃদয় তিমির জ্বলে
কুয়োর বুদবুদে বাস্প উড়ে
প্রপাত পাতন ঠেকাতে লড়ি
নিশি দিবস কাল অনিবার।
কনক জীবন দিয়েছি পাড়ি,
এখন বসে আছি বুকে পারাবার।