ফেব্রুয়ারি ভাষার মাস, মহান ত্যাগের মাস । পুরো মাস জুড়েই চলবে বাঙ্গালির প্রাণের মেলা ঐতিহ্যবাহী ‘২১শের বইমেলা’র উৎসব। এই বই মেলাকে কেন্দ্র করে অনেকেই নিজ নিজ লেখাকে গ্রন্থবদ্ধ করে প্রকাশ করবেন। বইমেলা উপলক্ষে এবছর আমার দুটি ক্ষুদ্র নিবেদন আছে:


একক কাব্যগ্রন্থ - ‘বাইনারি সুখের পিদিম’
ঝকঝকে মলাটে বাঁধাই উন্নতমানের বইটির
পৃষ্ঠা সংখ্যা ৮০, মূল্য ১৬৫ টাকা।
এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ।
প্রকাশক - ছোট কাগজ,
স্টল নং ৯, লিটল ম্যাগ কর্ণার।


এর অধিকাংশ কবিতাই বাংলা-কবিতার আসরে প্রকাশিত। বাছাই করা ৬৬টি নাতিদীর্ঘ কবিতায় সাজানো এই বইটিরও প্রচ্ছদ এঁকেছেন উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীব।


যৌথ কাব্যগ্রন্থ - আমার সম্পাদনায় দ্বিতীয় প্রয়াস ‘সম্ভার কাব্য সংকলন’। বাংলা-কবিতা আসরের ১০ জন কবির সেরা রচনার ১০১টি কবিতা নিয়ে এক ভিন্নধর্মী উপস্থাপনা।
পৃষ্ঠা সংখ্যা ১১২, মূল্য ২০০ টাকা মাত্র।
৮০ গ্রাম রঙিন কাগজে নান্দনিক আলপনায় সুশোভিত ঝকঝকে মলাটবদ্ধ উন্নতমানের বইটির প্রকাশক: গৌরব প্রকাশনী। স্টল নং- ৬২১।
প্রচ্ছদ: মিজানুর রহমান মুন্না।
বন্ধুদেরকে সংশ্লিষ্ট স্টলে আমন্ত্রণ রইল।