ঝরছে ধারা টাপুর-টুপুর  
যাচ্ছে বয়ে অলস দুপুর,
টাপুর-টুপুর সুরগুলো সব  
বজ্র-নাদের ঘোর কলরব।
মাদল বাজে ওই বহুদূর
বাজে পায়ে মেঘের নূপুর
ঝুম-ঝুমা-ঝুম মেঘলা দুপুর
যায় ভেসে সব এঁদো পুকুর।


আলভোলা এক বৃষ্টিমেয়ে
একশা হলো ভিজে নেয়ে
মন-খারাপের ঘোর অবেলায়
বৃষ্টিমেয়ে ধুম নেচে যায়।
শাপলা বনে কুয়োর পাড়ে
দেখেছি আজ নাচতে তারে
শরীরগত সুখগুলো তার
রাগ-বেহাগের করুণ সুর।


এই অবেলায় কার স্মৃতি
জাগায় প্রাণে মেদুর প্রীতি
বিন্ধ্যাচলের মেঘমালা সব
মনের কোণে হচ্ছে সরব
আসছে তেড়ে এই দিকে
স্মৃতির ছায়া করে ফিকে
খড়ির ধুলোয় উড়ছিলো
তাই দেখে সে কাঁদছিলো!
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৪৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।