বন বনানীর আবডাল ভেদি উঁকি দিয়ে যায়
আঁধার স্নাত এক ফালি চাঁদ কিসের মায়ায়?


ঝিম ধরানি আঁধার রাতে চাঁদের কিরণ
করে না সে এক রত্তিও তিমির বিদারণ।


মেঘলাকাশের ঢাকনা খুলি চাঁদ যেন কী চায়!
প্রিয়ার খোঁজে চষে মাঠ-ঘাট ধরার ঠিকানায়।


নিশিপোকার ঝলসানো পাখ আবীর করে খোঁজ
নিশিথ জাগে কার আশাতে অঙ্গে ধরি কুঁজ?


আঁধার যামে চাঁদ বঁধুয়া পায় না পথের দিশ
তাই সে কাঁদে এলোকেশে সন্তরি বরিষ।


প্রিয়ার তরে ভালোবাসা বেঁধে আঁচলে
সূর্য গেছে সেই সাঁঝেতে দূরের অস্তাচলে।


চাঁদ কোথা পায় আলো উধার এই নিশিরাতে?
জাগতে হবে তাইতো তাকে মিলতে প্রভাতে।


----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-১৫) প্রকাশিত