কাম-প্রেম সুখ-সুধা যত আছে সবই তার লাগি
রাজ্য ছেড়ে কাঙাল রাজন প্রেম তরে হয় বিবাগী।
প্রেম রাগের উচ্ছ্বলতায় জাগে যত রোমাঞ্চের শিহরণ
তাল হারালে; তামসে ঢাকে সুখ, সোহাগের আবরণ।

কোন পালে বাঁধি তারে শক্তি এমন ধরে যে হৃদয়
কখনো ভাসায় সুখের সায়রে, ঘটায় কখনো প্রলয়।
ভালবাসার বিচিত্র মোহ কখনো আবার করে দেয় অন্ধ
বাস্তবতা পায় না পথ, খোলা চোখও মোহে থাকে বন্ধ।


স্বর্গীয় ভালবাসা রাখে ধরে শুশ্রূষার প্রীতি বন্ধন
নিরাশায় ভাসে হৃদি শ্রাবণ নীরে অবিরল ক্রন্দন।
অপরাজিতার রঙ নীলিমায় মিশে ভালবাসা হয়
প্রীতির সরসীতে কুমুদ ফোটে; হাসে প্রেমিক হৃদয়।

বুঝতে কি পারি তারে কী হেন শক্তি ধরে সে এত
কাছে ও দূরের সখা দামি কত ভাসায় কে অবিরত?
প্রেমহীন ভালবাসায় জীবনে লাগে যেন প্রীতির গ্রহণ
কি রোষে পুড়ায় সে মন, জেগে থাকে সুখের দাহন।

ভুখের তৃপ্তি নেই যার সে-ই না আসল ভিখারি আছে!
প্রেম-সুখ টাকা-কড়ি যত যার তারই ভিখ করা সাজে
ভালবাসা বোঝে না ভিখারি, চাই তার এক থালা ভাত
পিত্যেশে দগ্ধ প্রেমভিখারী দেখে না কভু সুখের প্রভাত।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।