তুমি যে আমার স্বপনে ধরা
বাসনা বিলাস, দখিনা পবন
মরমে রক্ত ঝরে মানে না বারণ
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।

স্বপন-ভেলায় ভেসে এঁকেছিলেম ছবি
দিবস আলোয় এসে মুছে গেছে সবই
স্মৃতি হয়ে জাগে তবু কিছু প্রিয় সুখ
হৃদয়ে শ্রাবণ, বল আমারি কারণ, ওগো দখিনা পবন।

স্বপন ছোঁয়ায় যারে পারি নাই ছুঁতে
হৃদয় সঁপেছি তারে কোন অলখে,
স্মৃতির দুয়ারে জাগে বাসনা বিলাস -
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।

শ্রাবণ ধারায় যদি ভেসে গেলো সুখ
পারি নি মিলাতে তবু দু'টি কালো চোখ
জেগে আছে আজো দেখি সেই প্রিয় মুখ
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।


তুমি যে আমার স্বপনে ধরা
বাসনা বিলাস, দখিনা পবন
মরমে রক্ত ঝরে মানে না বারণ
হৃদয়ে শ্রাবণ, তোমারি কারণ, ওগো দখিনা পবন।
-----------------------------
তরুণ শিল্পী আফরিন রুমী'র -
“তুমি যে আমার স্বপন সুধা, দখিনা পবন” গানের ছায়ায় রচিত।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২৮) কাব্যগ্রন্থে প্রকাশিত।


⭐ কবিতাটি "অরুণোদয়" (পৃষ্ঠা-০৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।