ছল ক’র না মায়াবতী
            ছলকে দাও গো ছুটি
পাথর চোখেই হেসে উঠুক
               আঁখির তারা দুটি।


শান্ত ছায়ার দীঘল মায়া
          তোমার চোখেই খুঁজি
ওই চোখেতে হারাতে চাই
              জীবন রেখে বাজি।


গমকে উঠা কান্নায় ঝরে
               মুক্তো রাশি রাশি
সুখের জোয়ার জাগে আবার
            দেখলে চোখে হাসি।


কালো দুটি হরিণ চোখে
             কিসের মায়া দেখি
অমারাতের জোনাক আলো
              দীপ্তি ছড়ায় এ কি!


হারাতে চাই চোখের তারায়
                 জীবনখানা সঁপে
দাও গো হৃদয় চলে কি মন
            নিক্তি পাল্লায় মেপে?


কালের ভেলায় চেপে ভাসব
              সুখ সাগরের জলে
দুই জীবনের একটিধারা
            কাটবে হেসে খেলে।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৭৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।