যদি দুঃখটাকে কষ্ট ভাবো
করবে তুমি ভুল
দুঃখের মাঝেই লুকিয়ে আছে
তোমার সুখের ফুল।


দুঃখ জেনো ক্ষণস্থায়ী
আসে সুখের বারতা নিয়ে
দুঃখের পরেই সুখ হাসে ওই
হাতের কাঁকণ হয়ে!


দিনের শেষে রাতের কালো
তবু সেথায় তারার আলো
চাঁদ কখনো আলোর নদী
সুখের বানে ভাসায় হৃদি।


দুঃখ যদি নাইবা থাকে
সুখের কী দাম আছে
মেঘের পরেই রোদটা
কেমন ঝলমলিয়ে হাসে?


- - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।