একুশ এলো প্রহর গোনে
আগুন রাঙা ফাগুন দিনে
               একুশ এলো বন রাঙাতে
                   দৃপ্ত পদে শপথ নিতে।


শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়
মাতৃভাষায় পরাণ জুড়াই
               একুশ প্রাণের শপথ হলো
           দূর করে রাত জ্বালতে আলো।


একুশ প্রাণের মন্ত্র আমার
জোর জুলুমেও মাথা তোলার
               অহংকারের একুশ আমার
                  মায়ের ভাষা বিশ্বজনার।


দর্প ভরা একুশ আবার
সোচ্চারি বাদ প্রতিবাদের
               কাকভোরেতে প্রভাতফেরী
                   রক্তে আঁকা পথটি ধরি।


একুশ ছিলো বাংলাভাষার
একুশ এখন বিশ্বে সবার
               আমরা সেই বীরের জাতি
                   জয় করেছি বিশ্ব প্রীতি।


ফাগুন দিনের একুশ আবার
রক্তের বান কৃষ্ণচূড়ার
               শান্তি সুধার অমিয় ধারায়
               মায়ের ভাষায় কথা বলায়।


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৭৩) কাব্যগ্রন্থে প্রকাশিত।