এমন যদি হতো -
প্রিয়ার মনের আরশি চোখে
কাজল টেনে দিতো!


এমন যদি হতো -
ভালবাসার অশ্রুটি তার
আমার চোখে ঝরতো!


এমন যদি হতো -
জোছনা রাতে প্রিয়া আমার
কাশফুলেতে উড়তো!


এমন যদি হতো -
উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রাতে
ঘুম পালিয়ে যেতো!


এমন যদি হতো -
গরম কাপে’র চা’য়ের সুধা
চুমুক হয়ে ঝরতো!


এমন কেন হয় না -
আঁধার রাতে জোনাক আলো
ঘরে ফোটে রয় না!


এমন কেন হয় না -
মাধুরীমার নিঠুর কথাও
বুকে জ্বালা দেয় না!


এমন কেন হয় না -
তার ব্যথায় আমার বুকে
গুমরে উঠে কান্না!


এমন কেন হয় না -
আমার মনের কথামালা
তার ঠোঁটেতে ঝরনা!


এমন কেন হয় না -
কটুক্তির ফোড়ন জ্বালাও
মনকে অবশ করে না!


এমন কি গো হবে -
ফড়িং পাখায় চড়ে মোদের
স্বপ্ন পাড়ি দিবে!


এমন কি গো হবে -
সুখ বিলাসের সাত কাহনে
ভাবনা মধুর হবে!


এমন কি গো হবে –
বকুল মালার স্নিগ্ধ সুবাস
বুকের তলায় গন্ধ ছড়াবে


এমন কি গো হবে -
প্রিয়ার হাতের তাল পাতাতে
ঊষর মন জুড়াবে!


🔯 জলতরঙ্গে কাব্যভেলা সংকলনে প্রকাশিত (পৃষ্ঠা-০৭)