ভালোবাসার আঁচে পুড়ে কত কী যে বলে মন
কত কী যে ঘটে ভবে!
কত নাদে ঝরে তান কত সুর যায় আর আসে
হৃদয়ের পোড়া অনুভবে।


কালের কলসি হাতে, একে একে সবই যায় ছেড়ে
সময়ে কী সুযোগে
ফুরালে রাতের তামস আঁধারও তো যাবে ছেড়ে
বিত-অনুযোগে।


গৌর গোধূলিকালে সরোবরে জলকেলি শেষে
জোছনার লাভা ভাসে
গহন অরণ্য, ধবল চতুর্দশী কেউ নাহি রবে
অসীমের লীলা বিলাসে।


সাদা চোখে দূরে দেখা তারাদের ঝিলিমিলি রেখা
সলমার ছক কাটে
রূপের পানসী পিনিস যাত্রার অবসানে আর ফিরে
আসে না সে ঘাটে।


উদাস পথিক ভাবলেশহীন অনাদির সীমানা ছুঁয়ে
চলেছে নিরন্তর
দিগন্ত যায় মুছে, দেখে না ডান বাম, বোঝে না সে
কে আপন, কে পর।


কোকিলের কুহুভাষে সময় বিবাগী সুর কাটে
হৃদয়ের পীত ভাসে
একবার যে যায় চলে, ছলনার কোন ছলে
আর ফিরে না আসে।